ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

রাঙ্গাবালীতে সেনাবাহিনীর খাদ্যসামগ্রী বিতরণ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৪, মে ১০, ২০২০
রাঙ্গাবালীতে সেনাবাহিনীর খাদ্যসামগ্রী বিতরণ 

পটুয়াখালী: করোনা ভাইরাসের প্রভাবে বিচ্ছিন্ন উপজেলা রাঙ্গাবালীতে কর্মহীন অর্ধশত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী।

রোববার (১০ মে) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে শারীরিকক দূরত্ব বজায় রেখে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

৭ পদাতিক ডিভিশন শেখ হাসিনা সেনানিবাসের নিজস্ব উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার ৫০টি কর্মহীন পরিবারের মধ্যে এ ত্রাণ সহায়তা তুলে দিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংললাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, মে ১০, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।