ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

না’গঞ্জে করোনা হাসপাতালে চিকিৎসাধীন ৭৪ জন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, মে ১০, ২০২০
না’গঞ্জে করোনা হাসপাতালে চিকিৎসাধীন ৭৪ জন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে করোনা হাসপাতালে (খানপুর ৩শ শয্যা হাসপাতাল) ভর্তি হয়ে ৭৪ জন আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। 

রোববার (১০ মে) বিকেলে হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ও আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. শামসুদ্দোহা সরকার সঞ্চয় এ তথ্য জানান।  

তিনি বলেন, আমাদের হাসপাতালে দুপুর পর্যন্ত ৭৪ জন আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।

এদের মধ্যে সাতজনের রিপোর্ট নেগেটিভ আসায় তাদের করোনা মুক্ত ঘোষণা করে ছাড়পত্র দেওয়া হয়েছে। রোববার নতুন করে আরও ৯৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

সঞ্চয় বলেন, এখানে রোগীদের আইসোলেট করে আলাদা আলাদাভাবে রাখা হয়েছে। আমাদের স্বাস্থ্যকর্মীরা ২৪ ঘণ্টা তাদের চিকিৎসাসেবা দিচ্ছেন। ইনডোর, আউটডোর সবখানেই আমাদের ডাক্তার, নার্সরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

নারায়ণগঞ্জে করোনা হাসপাতালে মোট কর্মরত রয়েছেন ৩২৯ জন স্বাস্থ্যকর্মী। যার মধ্যে ৩৮ জন ডাক্তার, ১৬৪ জন নার্স ও ১২৭ জন স্টাফ রয়েছেন। ইতোমধ্যে এ হাসপাতালে সেবা দিতে গিয়ে ৪৭ জন স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন।     

বাংলাদেশ সময়: ১৫৫৫ঘণ্টা, মে ১০, ২০২০
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।