ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাগুরায় সরকারিভাবে বোরো ধান-চাল সংগ্রহ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, মে ১০, ২০২০
মাগুরায় সরকারিভাবে বোরো ধান-চাল সংগ্রহ শুরু

মাগুরা: মাগুরায় সরকারিভাবে সরাসরি কৃষকের কাছ থেকে বোরো ধান-চাল সংগ্রহ শুরু হয়েছে। 

রোববার (১০ মে) সকালে জেলা খাদ্য গুদামে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি।  

জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সুফিয়ান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুণ্ডু।

জেলা খাদ্য নিয়ন্ত্রক হাফিজুর রহমান বাংলানিউজকে বলেন, বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনে সদর উপজেলায় ১৮ হাজার ৯৮৪ জন কৃষক বাছাই করা হয়েছে। যার মধ্যে লটারি করে ১ হাজার ১৪৫ জন কৃষক খাদ্য গুদামে সরাসরি ধান দেওয়ার জন্য মনোনিত হয়েছেন। একইভাবে জেলার অন্য ৩ উপজেলা শ্রীপুর, শালিখা ও মহম্মদপুর থেকে কৃষক নির্বাচন প্রক্রিয়াধীন রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান বাংলানিউজকে বলেন, চলতি মৌসুমে কৃষকদের কাছ থেকে ৩ হাজার ৭২৩ মেট্রিকটন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, মে ১০, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ