ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

স্বাভাবিক জীবনযাত্রায় নারায়ণগঞ্জবাসী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, মে ১০, ২০২০
স্বাভাবিক জীবনযাত্রায় নারায়ণগঞ্জবাসী স্বাভাবিক জীবনে ফিরেছেন নারায়ণগঞ্জবাসী। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: লকডাউনের মধ্যেই মার্কেট, শিল্প কারখানা ও অফিসগুলো খুলে দেওয়া একেবারেই স্বাভাবিক জীবনে ফিরেছেন নারায়ণগঞ্জবাসী। যদিও জেলাজুড়ে লকডাউন জারি রয়েছে তবুও এতে বিন্দুমাত্র ভ্রূক্ষেপ নেই নগরবাসীর।

রোববার (১০ মে) সকাল থেকে শহরের বিভিন্ন এলাকা ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। সকাল থেকে সব ধরনের যানবাহন (গণপরিবহন ব্যতিত) চলছে।

বেশিরভাগ মার্কেটগুলো খোলা, খাবারের দোকানগুলোও খোলা রয়েছে। এছাড়া শহরের চাষাঢ়া, ২ নম্বর রেলগেট, বন্দর খেয়াঘাট, নিতাইগঞ্জ, পঞ্চবটিসহ বিভিন্ন এলাকায় মাঝেমধ্যে মাঝারি যানজটেরও দেখা মিলছে।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই শহরের মার্ক টাওয়ার, বেইলি টাওয়ারসহ বড় বড় মার্কেট খুলেছে। সরকারি-বেসরকারি অফিসগুলো খোলা, ব্যাংকগুলোর বাইরে ও ভেতরে ভিড়, জেলার ৪৩৩টি শিল্প কারখানা খুলেছে, এছাড়া শুধুমাত্র গণপরিবহনের মধ্যে বাস ব্যতিত প্রায় সব যানবাহন চালু রয়েছে।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪ এর পরিদর্শক (ইন্টেলিজেন্স) শেখ বশির আহমেদ জানান, আজ থেকে কিছুটা শিথিলতা চলছে। অর্থনীতিকে তো সচল রাখতে হবে আবার জীবনের নিরাপত্তাও দিতে হবে। আমরা মানুষকে সচেতন করছি যেন তারা নিরাপদ শারীরিক দূরত্বটা মেনে চলে।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, মে ১০, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ