ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, মে ১০, ২০২০
নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন ফতুল্লার বিসিক শিল্প এলাকায় ফাহিম ফ্যাশনের অর্ধশতাধিক শ্রমিক। 

রোববার (১০ মে) সকাল ১০টায় শহরের চাষাঢ়া এলাকায় বিক্ষোভ শুরু করলে পরে মালিকপক্ষের আশ্বাসে তা প্রত্যাহার করে নেন।  

শ্রমিকরা জানান, এপ্রিল মাসের বেতন নিয়ে কারখানার মালিকপক্ষ কোনো কথা বলছে না।

সকালে কাজে যোগদান করে তারা জানতে পারেন এপ্রিল মাসের বেতন ঈদের আগে হবে না। তাই বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন তারা।

নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪ এর পরিদর্শক (ইন্টেলিজেন্স) শেখ বশির আহমেদ জানান, আমরা বিক্ষোভের সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসার আগেই তারা চলে গেছে। কিছু শ্রমিক নেতার ইন্ধনে তারা কয়েকজন এপ্রিল মাসের বেতনের দাবিতে অবরোধ করেছে বলে জেনেছি। মালিকপক্ষ বেতনের আশ্বাস দিয়েছে।  

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, মে ১০, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।