ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

মুন্সিগঞ্জে লঘু অপরাধে সাজাপ্রাপ্ত ৫৮ কয়েদি মুক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, মে ৯, ২০২০
মুন্সিগঞ্জে লঘু অপরাধে সাজাপ্রাপ্ত ৫৮ কয়েদি মুক্ত

মুন্সিগঞ্জ: লঘু অপরাধ ও কম মেয়াদে সাজা বিবেচনায় ৫৮ কয়েদিকে মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। এদের বেশিরভাগ তিন মাসের বেশি কারাভোগ করেছেন ও অনুর্ধ্ব ছয় মাসের বিনাশ্রম সাজা প্রাপ্ত। শনিবার (০৯ মে) তাদের মুক্ত করা হয়।

সরকার এই কারাগার থেকে সর্বমোট ৭১ জনের মুক্তির আদেশ দিয়েছেন, এর মধ্যে এর আগে ৬ জনকে মুক্তি দেওয়া হয়েছিল। বর্তমানে ৭ জনের মুক্তি আটকে আছে জরিমানা পরিশোধ করার অপেক্ষায়।

মুন্সিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. নুরুন্নবী ভূঁইয়া জানান, সরকার তিন দফায় ৭১ জন কয়েদিকে মুক্তির আদেশ দেয়। এর মধ্যে শনিবার ৫৮ জনকে মুক্তি দেওয়া হয়েছে এবং এর আগে দেওয়া হয় ৬ জনকে। বর্তমানে বাকি আছে আরো ৭ কয়েদি। মামলার আদেশ অনুযায়ী ধার্য করা জরিমানার টাকা পরিশোধ করলেই মুক্তি পাবে এরা।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মে ০৯, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।