ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাংলাদেশ-ভারতের মধ্যে মালবাহী ট্রেন চলাচল শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, মে ৯, ২০২০
বাংলাদেশ-ভারতের মধ্যে মালবাহী ট্রেন চলাচল শুরু

ঢাকা: বাংলাদেশ-ভারতের মধ্যে অতি জরুরি পণ্য পরিবহনে মালবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে।

শনিবার (০৯ মে) দর্শনা-গেদে সীমান্ত ভারত থেকে মালবাহী ট্রেন আসে। পরে শনিবার (০৯ মে) ঢাকার ভারতীয় হাইকমিশন এ তথ্য জানায়।

হাইকমিশন জানায়, করোনা ভাইরাসের পরিস্থিতিতে পণ্য চলাচল স্বাভাবিক রাখতে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। এসব ট্রেনে অত্যাবশ্যকীয় পণ্য পরিবহন করা হবে। শনিবার দর্শনা-গেদে সীমান্ত ভারত থেকে ৪২টি ওয়াগণ নিয়ে একটি ট্রেন এসেছে। বাংলাদেশ রেলওয়ে এই ট্রেনের পণ্য সুবিধাজনক টার্মিনালে নামিয়ে নেবে।

এখন থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে অত্যবশ্যকীয় পণ্য নিয়ে ট্রেন চলাচল করবে।   দর্শনা-গেদে, পেট্রাপোল-বেনাপোল, সিংহবাদ-রোহানপুর ও রাধিকাপুর-বিরল সীমান্ত দিয়ে এই ট্রেন চলাচল করবে বলে জানিয়েছে ভারতীয় হাইকমিশন।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, ০৯ মে, ২০২০
টিআর/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।