ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনা আক্রান্ত হয়ে দুদকের আরেক কর্মীর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, মে ৯, ২০২০
করোনা আক্রান্ত হয়ে দুদকের আরেক কর্মীর মৃত্যু

ঢাকা: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুর্নীতির দমন কমিশনের (দুদক) আরেক কর্মী; প্রধান সহকারী খলিলুর রহমান মারা গেছেন।

শনিবার (০৯ মে) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কমিশনের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য বাংলানিউজকে বলেন, আমরা খবর পেয়েছি, তিনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

এর আগে গত ৬ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দুদক পরিচালক জালাল সাইফুর রহমান।

বাংলাদেশ সময় ১৭১৮ ঘণ্টা, মে ০৯, ২০২০
ডিএন/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।