ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খাগড়াছড়িতে ছেলের হাতে বাবা খুনের অভিযোগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, মে ৯, ২০২০
খাগড়াছড়িতে ছেলের হাতে বাবা খুনের অভিযোগ

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে ছেলের হাতে বাবা খুনের অভিযোগ উঠেছে। শুক্রবার (০৮ মে) রাতে জেলা সদরের কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, টাকার জন্য প্রায়ই বৃদ্ধ বাবা আলেফ খানকে (৬৭) মারধর করতেন ছেলে জাহাঙ্গীর আলম খান। শুক্রবার রাতেও টাকার জন্য কথা কাটাকাটির এক পর্যায়ে বাবাকে মারধর ও গলা চেপে ধরেন।

এসময় শ্বাসরোধ হয়ে আলেফ খানের মৃত্যু হয় বলে পরিবারের সদস্যদের অভিযোগ। এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করলে গভীর রাতে ঘাতক সন্তান জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়।

নিহত আলেফ খান জনতা ব্যাংক থেকে অবসরে গিয়ে খণ্ডকালীনভাবে একটি বিদ্যালয়ে হিসাব রক্ষকের দায়িত্বে ছিলেন। গ্রেফতার হওয়া জাহাঙ্গীর আলম মাটিরাঙ্গা পৌরসভার কার্য সহকারী।

এদিকে খবর পেয়ে খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাউদ্দিন ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওনক আলমসহ জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, মে ০৯, ২০২০
এডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।