ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

খাগড়াছড়িতে হাতকড়াসহ পলাতক আসামি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, মে ৮, ২০২০
খাগড়াছড়িতে হাতকড়াসহ পলাতক আসামি আটক ছবি: প্রতীকী

খাগড়াছড়ি: খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাতকড়াসহ পলাতক আসামি এরাকো চাকমাকে (২০) আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ মে) রাতে পানছড়ির রাবার ডেম এলাকা থেকে তাকে আটক করা হয়। এর আগে সকালে চুরির মামলার আসামি এরকো খাগড়াছড়ি সদর হাসপাতাল থেকে হাতকড়াসহ পালিয়ে যান।

তিনি পানছড়ির মানিক্কা পাড়ার আবোদা চাকমার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি জেলা পুলিশের বিশেষ শাখার ডিআইও ওয়ান আব্দুস সামাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করতে সক্ষম হন তারা।

পুলিশ জানায়, গত ৬ মে ভোরে জেলার পানছড়িতে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন এরাকো চাকমা। জনতার গণধোলাইয়ে আহত হন তিনি।

এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে পুলিশের চার সদস্য সাময়িক ক্লোজড হয়েছেন। পরে অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাউদ্দিনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার আব্দুল আজিজ।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, মে ০৮, ২০২০
এডি/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।