ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

দৌলতপুরে রাস্তা নির্মাণ নিয়ে সংঘর্ষে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, মে ৬, ২০২০
দৌলতপুরে রাস্তা নির্মাণ নিয়ে সংঘর্ষে যুবক নিহত

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে কাঁচা রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দু’দল গ্রামীর মধ্যে সংঘর্ষে শামীম মলিথা (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।

মঙ্গলবার (০৬ মে) বিকেল ৪টার দিকে উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের হরিনগাছী মালিথাপাড়া গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

নিহত যুবক একই এলাকার মেহের বক্স মালিথার ছেলে।

আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রিফায়েতপুর ইউনিয়নের চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু জানান, হরিনগাছী মালিথাপাড়া গ্রামে একটি কাঁচা রাস্তা নির্মাণ নিয়ে মালিথা গ্রুপ ও মোল্লা গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এরজের ধরে আজ বিকেলে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে মালিথা গ্রুপের শামীম নামে এক যুবক নিহত হন। এ ঘটনায় অন্তত আরও পাঁচজন আহত হন। আহতদের মধ্যে মালিথা গ্রুপের মুল্লকচাঁদের ছেলে আপন তিনভাই সাহাজুল (৩৫), শুকাঁচদ (৪৫) ও মুকাদ্দেসকে (৫০) আশংকাজনক অবস্থায় কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দৌলতপুর থানার (ওসি) এসএম আরিফুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, মে ০৬, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।