ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চুয়াডাঙ্গায় মৃত ব্যক্তির করোনা পজিটিভ, নতুন আক্রান্ত ৭ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, মে ৬, ২০২০
চুয়াডাঙ্গায় মৃত ব্যক্তির করোনা পজিটিভ, নতুন আক্রান্ত ৭ 

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া যুবকের শরীর থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষায় পজিটিভ এসেছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও সাত জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭ জনে। 

বুধবার (৬ মে) দুপুরে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, নতুন করে আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ৫ জন, দামুড়হুদার ১ জন ও আলমডাঙ্গার ১ জন।

এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া সদর উপজেলার ওই যুবকের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে।  

জেলা স্বাস্থ্য বিভাগ এ পর্যন্ত যতগুলো নমুনা সংগ্রহ করেছে তার মধ্যে মোট শনাক্ত হয়েছেন ১৭ জন। এদের মধ্যে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

উল্লেখ্য, গত ৩০ এপ্রিল রাতে জ্বর শ্বাসকষ্ট নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয় ওই যুবক। সেখানে তাকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ০১ মে সকালে তাকে রাজশাহী মেডিক্যালে স্থানান্তর করা হয়। তবে তার পরিবারের লোকজন রাজশাহী না নিয়ে তাকে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নেওয়ার কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়। সেদিনই তার শরীরের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, মে ০৬, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।