এদিকে গয়ালমারা গ্রামে করোনা শনাক্ত হওয়া ব্যক্তির বাড়িসহ আশপাশের এলাকা লকডাউন করে দিয়েছে প্রশাসন।
করোনায় সংক্রমিত হয়ে এ পর্যন্ত বান্দরবানে প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিনে চিকিৎসা নিয়েছেন ৬৬৯ জন এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৪৭২ জন।
করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত বান্দরবানে ২ জনের মৃত্যু হয়েছে এবং তার পরপরই প্রশাসনের পক্ষ থেকে মৃত ব্যক্তিদের পাড়া লকডাউন করে রাখা হয়।
বান্দরবানের সিভিল সার্জন ডা. অং সুই প্রু মারমা জানান, এ পর্যন্ত বান্দরবানে ৬১৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং তার মধ্যে ৩৮৭ জনের পরীক্ষার রির্পোট এসেছে এদের মধ্যে ৯ জনের নমুনা পজিটিভি পাওয়া গেছে।
এদিকে করোনা সংক্রমণ প্রতিরোধে গত ২৫ মার্চ থেকে বান্দরবানের তিন উপজেলা লামা, নাইক্ষংছড়ি ও আলীকদম উপজেলায় চলছে লকডাউন।
বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, মে ০৬, ২০২০
আরএ