ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

জাতীয়

লামায় নতুন করে করোনা শনাক্ত এক, আইসোলেশনে ৮ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১০, মে ৬, ২০২০
লামায় নতুন করে করোনা শনাক্ত এক, আইসোলেশনে ৮ জন

বান্দরবান: বান্দরবানের লামা উপজেলার গয়ালমারা গ্রামে নতুন করে একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। গত রাতে তার নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভি এসেছে। 

এদিকে গয়ালমারা গ্রামে করোনা শনাক্ত হওয়া ব্যক্তির বাড়িসহ আশপাশের এলাকা লকডাউন করে দিয়েছে প্রশাসন।

করোনায় সংক্রমিত হয়ে এ পর্যন্ত বান্দরবানে প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিনে চিকিৎসা নিয়েছেন ৬৬৯ জন এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৪৭২ জন।

করোনায় সংক্রমিত হয়ে জেলায় এখনো কোনো ব্যক্তি মারা না গেলে ও এ পর্যন্ত ৯ জন রোগী আইসোলেশনে ভর্তি ছিলেন তার মধ্যে সুস্থ হয়ে নাইক্ষংছড়ি উপজেলায় একজন বাড়ি ফিরে গেছেন।
 
করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত বান্দরবানে ২ জনের মৃত্যু হয়েছে এবং তার পরপরই প্রশাসনের পক্ষ থেকে মৃত ব্যক্তিদের পাড়া লকডাউন করে রাখা হয়।

বান্দরবানের সিভিল সার্জন ডা. অং সুই প্রু মারমা জানান, এ পর্যন্ত বান্দরবানে ৬১৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং তার মধ্যে ৩৮৭ জনের পরীক্ষার রির্পোট এসেছে এদের মধ্যে ৯ জনের নমুনা পজিটিভি পাওয়া গেছে।  

এদিকে করোনা সংক্রমণ প্রতিরোধে গত ২৫ মার্চ থেকে বান্দরবানের তিন উপজেলা লামা, নাইক্ষংছড়ি ও আলীকদম উপজেলায় চলছে লকডাউন।  

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, মে ০৬, ২০২০
আরএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।