ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাবনায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, মে ৫, ২০২০
পাবনায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০

পাবনা: জমি নিয়ে বিরোধে পাবনার ফরিদপুর উপজেলার বেড়হাউলিয়া গ্রামে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে হাসানুর রহমান কোমল (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। 

মঙ্গলবার (০৫ মে) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। কোমল ওই গ্রামের আকবর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেড়হাউলিয়া গ্রামে সম্পত্তি ভাগাভাগি নিয়ে একই বংশের আকবর আলী ও লোকমান হোসেনের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এরই জেরে সম্পত্তি দখলে যেতে মঙ্গলবার সকালে দেশীয় লাঠিসোটা, ইট ও লোহার রড নিয়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে প্রতিপক্ষের লাঠির আঘাতে আকবরের ছোট ছেলে কোমলসহ উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হন। তবে কোমলে অবস্থা ছিল আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় কোমলের মৃত্যু হয়।  

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম আজাদ বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযুক্তদের আটকে এরইমধ্যে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, মে ০৫, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।