ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বগুড়ায় ২ ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, মে ৫, ২০২০
বগুড়ায় ২ ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই সোনালী ব্যাংক নন্দীগ্রাম শাখায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় সোনালী ব্যাংকের ম্যানেজার ও সিনিয়র অফিসারকে ছুরিকাঘাত করে ভল্টের চাবি ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৫ মে) সকাল ১০টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে শাজাহানপুর উপজেলার জোড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মতিউর রহমান (৫০) সোনালী ব্যাংক নন্দীগ্রাম শাখার ম্যানেজার এবং আতাউর রহমান (৪৫) একই শাখার সিনিয়র অফিসার।

তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল  কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, সোনালী ব্যাংক নন্দীগ্রাম শাখার ম্যানেজার মতিউর রহমান ও আতাউর রহমান বগুড়া শহর থেকে মটর সাইকেল যোগে তাদের কর্মস্থল নন্দীগ্রাম উপজেলায় যাচ্ছিলেন। সকাল ১০টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে জোড়া নামক স্থানে দুর্বৃত্তরা পথরোধ করে তাদের উপর্যুপুরি ছুরিকাঘাত করে ভল্টের চাবি, নগদ টাকা, মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এদিকে ব্যাংকের ভল্টের চাবি খোয়া যাওয়ার খবর পেয়ে সোনালী ব্যাংক নন্দীগ্রাম শাখায় পুলিশ মোতায়েন করা হয়। ব্যাংকে যাতায়াতকারী লোকজনকে নজরদারিতে রাখা হয়েছে।

শাজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) আমবার হোসেন বাংলানিউজকে জানান, ছুরিকাঘাতে আহত দুজনের অবস্থা উন্নতির দিকে। ঘটনার পরপরই পুলিশ অভিযান শুরু করেছে। সোনালী ব্যাংক নন্দীগ্রাম শাখায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, মে ০৫, ২০২০
কেইউএ/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ