ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ডিকাবকে মাস্ক-হ্যান্ড স্যানিটাইজার উপহার দিল চীনা দূতাবাস

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, মে ৫, ২০২০
ডিকাবকে মাস্ক-হ্যান্ড স্যানিটাইজার উপহার দিল চীনা দূতাবাস

ঢাকা: ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন (ডিকাব) সদস্যদের মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার উপহার দিয়েছে ঢাকার চীনা দূতাবাস।

মঙ্গলবার (০৫ মে) ঢাকার চীনা দূতাবাসের পক্ষ থেকে এ উপহার দেওয়া হয়। এরমধ্যে রয়েছে দুই হাজার পিস মাস্ক ও চার বক্স হ্যান্ড স্যানিটাইজার।

করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য ডিকাব সদস্যদের এ উপহার দেওয়া হয়েছে।

চীনা দূতাবাসে ডিকাব সভাপতি আঙ্গুর নাহার মন্টি ও সাধারণ সম্পাদক তৌহিদুর রহমানের কাছে এ উপহার সামগ্রী তুলে দেন দূতাবাসের পলিটিক্যাল বিভাগের অ্যাটাসে ফেং ঝিজিয়া ও থার্ড সেক্রেটারি ইয়াং জিয়ানমাও।

‘ভালোবাসার নৌকা পাহাড় বাইয়া চলে’- স্লোগান নিয়ে বাংলাদেশের বিভিন্ন সংস্থাকে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, পিপিই ও কিট বিতরণ করে আসছে চীনা দূতাবাস। এরই ধারাবাহিতকায় ডিকাবকে এই উপহার দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, মে ৫, ২০২০
টিআর/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।