ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দিনাজপুরে জীবাণুনাশক স্প্রে গাড়ি উদ্ভাবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, মে ৫, ২০২০
দিনাজপুরে জীবাণুনাশক স্প্রে গাড়ি উদ্ভাবন

দিনাজপুর: বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে দিনাজপুর পাটোয়ারী বিজনেস হাউজ জীবাণুনাশক স্প্রে গাড়ি উদ্ভাবন করেছে। গাড়িটি দিনাজপুর শহরের বিভিন্ন জনসমাগম কাঁচাবাজারের রাস্তায় স্প্রে করার কাজ করছে। 

করোনা ভাইরাস প্রতিরোধে দিনাজপুর পাটোয়ারী বিজনেস হাউজ কোম্পানি ইতোপূর্বে জীবাণুনাশক স্প্রে গেট উদ্ভাবন করেছিল। এর মধ্যে দিনাজপুর কোতয়ালি থানা, জিয়া হার্ট ফাউন্ডেশন ও মিশন হাসপাতালের প্রধান ফটকে ১টি করে জীবাণুনাশক স্প্রে গেট শুভেচ্ছাস্বরূপ দিয়েছিল পাটোয়ারী বিজনেস হাউজ।

এরই অংশ হিসেবে দিনাজপুর শহরের বিভিন্ন জনসমাগম কাঁচাবাজার ও রাস্তা জীবণুমুক্ত করতে এবার জীবাণুনাশক স্প্রে গাড়ি উদ্ভাবন করেছে।  

পাটোয়ারী বিজনেস হাউস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সাইদুর রহমান পাটোয়ারী মোহন জানান, বিশ্বব্যাপী করোনা ভাইরাসে প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। করোনা একটি অদৃশ্য শক্তি। এই ভাইরাস স্থান বা মানুষের সংস্পর্শে থাকার সম্ভাবনা অনেক বেশি। তাই তিনি নিজস্ব উদ্ভাবনায় এয়ার বোয়িং মেশিন তৈরি করে শহরের জনসমাগম স্থানে কোম্পানির উদ্যোগে প্রতিদিন ১০ হাজার লিটার পানির সঙ্গে জীবাণুনাশক ওষুধ মিশিয়ে দিনাজপুর শহরের ১০ কিলোমিটার রাস্তা স্প্রে করে যাচ্ছেন।  

পুলহাট বিসিক এলাকা থেকে শুরু করে প্রতিদিন গোর এ শহীদ বড় ময়দানের কাঁচাবাজার, মাছ ও মাংসের বাজার, শহরের চক বাজার, রেল বাজার, চৌরঙ্গীর কাঁচাবাজার, রামনগর কাঁচাবাজার, হাসপাতাল প্রাঙ্গণ, মেডিক্যাল কলেজ প্রাঙ্গণসহ শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রতিদিনি স্প্রে করছে।  

বাংলাদেশ সময় ০৯৩৫, ০৫ মে, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।