ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মুন্সিগঞ্জে করোনায় নতুন ৪৯ জনসহ মোট আক্রান্ত ১৬৬ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, মে ৩, ২০২০
মুন্সিগঞ্জে করোনায় নতুন ৪৯ জনসহ মোট আক্রান্ত ১৬৬ 

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জ জেলায় নতুন করে ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। অন্যদিকে পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ জন। 

রোববার (৩ মে) মুন্সিগঞ্জ সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নতুন ৪৯ জন নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৬৬ জনে।

তার মধ্যে মারা গেছেন ৭ জন। ৭ জনের মধ্যে ৬ জন মারা যাওয়ার পর নমুনা পরীক্ষা করে জানা যায় তারা করোনা আক্রান্ত ছিলেন।  

রোববারের মোট ১২২ জনের নমুনাসহ এ পর্যন্ত জেলায় ৯৫০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তার মধ্যে মোট ৭৮৭টি পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। বাকি ১৬৩টি রিপোর্ট এখনো বাকি আছে।  

সিভিল সার্জন জানান, এতো করোনা আক্রান্ত রোগী পাওয়া গেলেও মুন্সিগঞ্জে করোনা পরীক্ষার কোনো ল্যাব নেই। যদি সে ধরনের কোনো সরকারি বা ব্যক্তি উদ্যোগে ল্যাব স্থাপন করা যেত তাহলে আমরা দ্রুত পরীক্ষার রিপোর্ট পেতাম। এখন পরীক্ষার রিপোর্ট পেতে এক সপ্তাহ লেগে যায়।

এদিকে, মুন্সিগঞ্জ সিভিল সার্জন অফিসের হেড অ্যাসিসটেন্ট, ক্যাশিয়ার ও নাইটগার্ডসহ নতুন করে ৭ জন পুরুষ স্টাফের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া স্টাফদের পরিবারে দুই নারীসহ তিন জনের করোনা শনাক্ত হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, মে ০৩, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।