ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালের হিজলায় সব ধরনের সমাবেশ নিষিদ্ধ ঘোষণা

কাওছার হোসেন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১০

বরিশাল: স্থানীয় বিএনপির দু’গ্রুপের রক্তয়ী সংর্ঘষের ঘটনায় বরিশালের হিজলা উপজেলায় সব ধরনের সভা-সমাবেশ অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার রাত সাড়ে ১০টায় স্থানীয় বিএনপির অঙ্গসংগঠনের দু’গ্রুপের সংঘর্ষের পর রাত সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ পদক্ষেপের সিদ্ধান্ত জানানো হয়।



হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবীব বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখার লক্ষেই পুরো উপজেলায় অনির্দিষ্টকালের জন্য সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। ’

ঈদের পর জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে পরবর্তী পদপে নেওয়া হবে বলে জানান তিনি।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নুরুল আলম রাজু বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, ‘পূর্বশত্রুতার জের ধরে বুধবার রাত সাড়ে ১০টায় উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক টেকেরবাজারের গিয়াস দেওয়ান গ্রুপের সঙ্গে গুয়াবাড়িয়া ইউনিয়ন যুবদলের যুগ্মসম্পাদক মিন্টু তালকদার গ্রুপের সংঘর্ষ ও কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ’

তিনি জানান, ‘এঘটনায় উভয় গ্রুপের ১০জন আহত হয়েছে। এদের মধ্যে ৪ জনকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও পরে তাদের নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। ’

গুরুতর আহতরা হলেন গুয়াবাড়িয়া ইউনিয়ন যুবদলের যুগ্মসম্পাদক মিন্টু তালুকদার, সাংগঠনিক সম্পাদক হাসান তালুকদার, ছাত্রদল নেতা খোকন তালুকদার ও আসাদুজ্জামান খান মজনু।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল হোসেন বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, ‘যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে পুলিশ। কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে। ’

বাংলাদেশ সময়: ১০১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।