ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেট বিভাগে আরও ১৩৬ জন হোম কোয়ারেন্টিনে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, মে ৩, ২০২০
সিলেট বিভাগে আরও ১৩৬ জন হোম কোয়ারেন্টিনে

সিলেট: সিলেটে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৩৬ জনকে হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। আর কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ৩২৩ জন। নতুন করে আরও ১৬ জনসহ হাসপাতালে ভর্তি আছেন ৮৪ জন করোনা পজিটিভ রোগী। পাশাপাশি হাসপাতাল আইসোলেশনে আছেন ৯৪ জন।

রোববার (৩ মে) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নতুন করে হোম কোয়ারেন্টিনে আসা ১৩৬ জনের মধ্যে সিলেটে ৯ জন, সুনামগঞ্জে ১৬ জন, হবিগঞ্জে ৪৫ জন ও মৌলভীবাজারে ৫৩ জন।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পাওয়া ব্যক্তিদের মধ্যে সিলেটে ৬২, সুনামগঞ্জে ১৪২ জন, হবিগঞ্জে ১০৭ ও মৌলভীবাজারে ১২ জন রয়েছেন। এখনও বিভাগের চার জেলায় মোট হোম কোয়ারেন্টিনে রয়েছেন ২ হাজার ৬৮৭ জন। এরমধ্যে সিলেটে ২৬০, সুনামগঞ্জে ১ হাজার ৫০৭, হবিগঞ্জে ৫৭৮ ও মৌলভীবাজারে ৩৪২ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ৪ জন করোনা আক্রান্ত (কোভিড-১৯) রোগী শনাক্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, মে ০৩, ২০২০
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।