ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে আনসার-ভিডিপি ও শিল্পীদের খাদ্যসামগ্রী বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, মে ৩, ২০২০
বরিশালে আনসার-ভিডিপি ও শিল্পীদের খাদ্যসামগ্রী বিতরণ বরিশালে আনসার ও ভি‌ডি‌পি সদস্যের মধ্যে খাদ্য সহায়তা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।

বরিশাল: ব‌রিশালে তিন হাজার আনসার ও ভি‌ডি‌পি সদস্যের মধ্যে খাদ্য সহায়তা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।

রোববার (০৩ মে) বেলা সাড়ে ১১টায় নগরের কা‌শিপুরে আনসার ও‌ ভি‌ডি‌পির ব‌রিশাল রেঞ্জ ও জেলা কার্যালয়ে দুস্থ সদস্যদের মধ্যে এ খাদ্যসামগ্রী দেওয়ার কার্যক্রম শুরু হয়।

প্রথমদিন তিনশ’ সদস্যকে খাদ্য সহ‌ায়তা দেওয়া হয়েছে।

পর্যায়ক্র‌মে জেলার ১০ উপজেলায় তিন হাজার সদস্যকে খাদ্য সহায়তা দেওয়া হবে।

আনসার ভি‌ডি‌পির ব‌রিশাল রেঞ্জ কার্যালয় সূত্র জা‌নিয়েছে, পর্যায়ক্রমে ব‌রিশাল বিভাগের ৪২টি উপজেলার প্রত্যেক‌টিতে এ সহায়তা দেওয়া হবে। জানা গেছে, দেশের ৬৪ জেলার মোট ১ লাখ ৪৭ হাজার ৬শ’ প‌রিবারকে এক সপ্তাহের খাবার দিচ্ছে আনসার-ভি‌ডি‌পি কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ ও মাস্ক।

রোববার‌ ব‌রিশালে খাদ্য ‌বিতরণ কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন, বরিশাল ‌রেঞ্জ কমান্ডার আশারাফুল আলম, জেলা কমান্ডেন্ট সৈয়দ ইফতেখার আলী প্রমুখ।

এদিকে বরিশালে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন শিল্পীদের মধ্যে ত্রাণ দেওয়া হয়েছে। রোববার দুপুর ১২টায় নগরের বান্দ রোডের শিল্পকলা একাডেমীর অস্থায়ী কার্যালয়ে সকাল সন্ধ্যা অফসেট প্রেসের মাধ্যমে একশ’ শিল্পীকে এ ত্রাণ দেওয়া হয়।

এসময় জেলা প্রশাসক উপস্থিত থেকে শিল্পকলা একাডেমীর দেওয়া তালিকা অনুযায়ী কর্মহীন শিল্পীদের হাতে চাল, ডাল, লবণ, তেল, সাবান তুলে দেন।

এনিয়ে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে ত্রাণ সহায়তা দেওয়ার জন্য এগিয়ে আসার আহ্বান জানান এবং এজন্য সকাল সন্ধ্যা অফসেট প্রেসের কর্ণধার সঞ্জয় ঘোষকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, মে ০৩, ২০২০
এমএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।