ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বান্দরবানের ৩ উপজেলায় চলছে লকডাউন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, মে ৩, ২০২০
বান্দরবানের ৩ উপজেলায় চলছে লকডাউন 

বান্দরবান: করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে গত ২৫ মার্চ থেকে বান্দরবানের তিন উপজেলা লামা, নাইক্ষ্যংছড়ি ও আলীকদম উপজেলায় চলছে লকডাউন।

এদিকে করোনায় সংক্রমিত হয়ে এ পর্যন্ত জেলায় প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিনে চিকিৎসা নিয়েছেন ৬১২ জন। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৪০২ জন।

করোনায় সংক্রমিত হয়ে জেলায় এখনো কোনো ব্যক্তি মারা না গেলেও এ পর্যন্ত আটজন রোগী আইসোলেশনে ভর্র্তি ছিলেন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন একজন।

অন্যদিকে করোনা উপসর্গ নিয়ে বান্দরবানে দু’জনের মৃত্যু হয়েছে এবং তার পরপরই প্রশাসনের পক্ষ থেকে মারা যাওয়া ওই ব্যক্তিদের বসবাসরত পাড়া লকডাউন করে রেখেছে প্রশাসন।  

রোববার (০৩ মে) সকালে বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেন বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা।

তিনি জানান, এ পর্যন্ত বান্দরবানে ৫৯৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৩৩১ জনের প্রতিবেদন এসেছে। যার মধ্যে আট জনের পজেটিভ পাওয়া গেছে।  

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, মে ০৩, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।