ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টিসিবি’র পণ্য বিক্রিতে বাধা দেয়ায় আইনজীবীর কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, মে ২, ২০২০
টিসিবি’র পণ্য বিক্রিতে বাধা দেয়ায় আইনজীবীর কারাদণ্ড

বরিশাল: বরিশালে টিসিবি’র পণ্য বিক্রিতে বাধা এবং ট্যাগ অফিসারকে লাঞ্ছিত করায় এক আইনজীবীকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত অ্যাডভোকেট রবিউল ইসলাম রিপন বরিশাল নগরের ডেফুলিয়া এলাকার বাসিন্দা।

টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম মনিটরিংয়ের দায়িত্বে থাকা ট্যাগ অফিসার ও এলজিআরডি’র ভূমি অফিস নির্মাণ প্রকল্পের উপ-সহাকারী প্রকৌশলী সুভদ মজুমদার বাংলানিউজকে জানান, টিসিবি’র পণ্য নিয়ে একটি ট্রাক দিনভর নির্ধারিত জায়গায় ন্যায্য মূল্যে বিক্রি কার্যক্রম পরিচালনা করেন।

সব পণ্য শেষ হলেও কিছু ছোলাবুট থেকে যায়। টিসিবি’র কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে নগরের নবগ্রাম রোডের সোনা মিয়ার পুল এলাকায় সেই বুট বিক্রি শুরু করা হয়।

সুভদ মজুমদার বলেন, হঠাৎ করেই অ্যাডভোকেট রবিউল ইসলাম রিপন নামে ওই ব্যক্তি সেখানে আসেন এবং পণ্য বিক্রি কার্যক্রমে বাধা দেন। এসময় তাকে বোঝাতে গেলে তিনি আমাকে মানসিক ও শারীরিক লাঞ্চিত করেন। মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে আমাকে জিম্মি করে আটকে রাখে। পরে বিষয়টি জেলা প্রশাসনকে অবগত করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে আমাকে উদ্ধার করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমূল হুদা জানান, শনিবার (০২ মে) বিকেলে টিসিবি’র এক ডিলার ট্রাকে করে ডেফুলিয়া এলাকায় ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করছিল। এ সময় রবিউল ইসলাম রিপন নামে নামে এক ব্যক্তি সেখানে যেতে টিসিবি’র বিরুদ্ধে অকারণে নানা অভিযোগ করে এবং পণ্য বিক্রিতে বাধা দেয়। বিষয়টি উপস্থিত ট্যাগ অফিসার সুবোধ মজুমদার মোবাইলে টিসিবি কর্মকর্তাকে জানাচ্ছিলো। এ সময় তার মোবাইলে ছিনিয়ে নিয়ে তাকে লাঞ্ছিত করেন অভিযুক্ত রিপন।

খবর পেয়ে ভ্রাম্যমান আদালত সেখানে হাজির হয়ে সরকারি কাজে বাধাদান এবং সরকারি কর্মকর্তাকে লাঞ্ছিত করার দায়ে রবিউল ইসলাম রিপনকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। দণ্ড ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়।
 
এদিকে টিসিবি’র কর্মকর্তারা জানায়, গত সপ্তাহেও ওই এলাকায় ন্যায্য মূল্যের পণ্য বিক্রি করতে গেলে রফিকুল ইসলামের ভাই বাজার কমিটির নেতা পরিচয়ে বাধা দেয়।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মে ০২, ২০২০
এমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।