ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাজীপুরে কারখানার তুলার গুদামে আগুন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, মে ১, ২০২০
গাজীপুরে কারখানার তুলার গুদামে আগুন

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি মুলাইদ এলাকায় একটি কারখানার তুলার গুদামে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। শুক্রবার (০১ মে) দুপুরে এ আগুনের সূত্রপাত হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুনুর রশীদ জানান, দুপুরে টেপিরবাড়ি মুলাইদ এলাকায় ভিয়েলা টেক্স নামে একটি কারখানার তুলার গুদামে আগুন লাগে।  মুহূর্তের মধ্যেই আগুন টিনশেডের পুরো গুদামে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে জয়দেবপুর ও শ্রীপুরসহ ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিউটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে।  

তিনি আরও জানান, এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, মে ০১, ২০২০
আরএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।