ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

করোনা: না’গঞ্জে আক্রান্ত পুলিশের ৪৪ সদস্য, সুস্থ ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, মে ১, ২০২০
করোনা: না’গঞ্জে আক্রান্ত পুলিশের ৪৪ সদস্য, সুস্থ ২

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা পুলিশে নতুন একজনসহ মোট ৪৪ জন সদস্য করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। 

শুক্রবার (০১ মে) বিকেলে বাংলানিউজকে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম। এর মধ্যে এদিন একজন উপ-পরিদর্শক (এসআই) আক্রান্ত হয়েছেন এবং দু’জন পুলিশ সদস্য সুস্থ হয়েছেন।

তবে আক্রান্তের কোনো শারীরিক উপসর্গ নেই।  

এসপি জায়েদুল আলম বলেন, আক্রান্ত দু’জন পুলিশ সদস্য সুস্থ হয়েছেন ও একজন এসআই নতুন করে আক্রান্ত হয়েছেন। মোট ৪৪ জন আক্রান্ত থেকে দু’জন সুস্থ হয়েছেন। বাকি ৪২ জন আইসোলেশনে রয়েছেন। এদের মধ্যে চারজন ঢাকায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে (সিপিএইচ) রয়েছেন। বাকিরা জেলা পুলিশ লাইন্সে ও বাড়িতে আইসোলেশনে রয়েছেন।

আক্রান্ত সবাই ভালো আছেন এবং তারা দ্রুতই সুস্থ হয়ে কাজে ফিরবেন বলে আশা প্রকাশ করেন এসপি।  

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, মে ০১, ২০২০
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।