ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজশাহীতে র‌্যাবের `ক্রসফায়ারে` চরমপন্থী নিহত

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১০
রাজশাহীতে র‌্যাবের `ক্রসফায়ারে` চরমপন্থী নিহত

রাজশাহী: রাজশাহীর বাগমারা উপজেলার রমরমা গ্রামে বুধবার রাত দেড়টায় র‌্যাবের কথিত ক্রসফায়ারে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা রতন ওরফে তিতাস (২৮) নিহত হয়েছেন।

র‌্যাব-৫ এর সদস্যরা ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি সাটারগান, ছয় রাউন্ড গুলি ও লিফলেট উদ্ধার করে।



নিহত রতন রমরমা গ্রামের আব্দুর রশিদ দুখুর ছেলে।

নাম প্রকাশ না করার শর্তে র‌্যাব সদস্য বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, বাগমারার রমরমা গ্রামে চরমপন্থীরা গোপন বৈঠক করছে এমন খবর পেয়ে র‌্যাব সেখানে অভিযান চালায়। এসময় র‌্যাবকে লক্ষ্য করে চরমপন্থীরা গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি করে। দু’পক্ষের গোলাগুলির এক পর্যায়ে চরমপন্থীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে রতনের লাশ উদ্ধার করা হয়।

নিহত রতন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল লাল পতাকা) আঞ্চলিক কমান্ডার। তার বিরুদ্ধে খুন ও চাঁদাবাজিসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে র‌্যাব দাবি করেছে।

বাংলাদেশ সময়: ০১৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।