ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

সামাজিক দূরত্ব বজায় রেখে বরিশালে মে দিবস পালন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, মে ১, ২০২০
সামাজিক দূরত্ব বজায় রেখে বরিশালে মে দিবস পালন বরিশালের শ্রমিক সংগঠনগুলো সংক্ষিপ্ত পরিসরে ও নিরাপদ দূরত্ব বজায় রেখে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে সমাবেশ করেছে।

বরিশাল: করোনা ভাইরাসের কারণে বরিশালের শ্রমিক সংগঠনগুলো সংক্ষিপ্ত পরিসরে ও নিরাপদ দূরত্ব বজায় রেখে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে সমাবেশ করেছে।

শুক্রবার (০১ মে) সকাল ১০টা থেকে বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

সংক্ষেপিত সমবেশে জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অধ্যক্ষ আকম মিজানুর রহমান বলেন, করোনা ভাইরাসের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে শ্রমজীবী মানুষ।

তাদের কাজ বন্ধ থাকায় সংসার ঠিক মতো চলছে না। তাই সরকারের পক্ষ থেকে দ্রুত তাদের জন্য রেশনিং ব্যবস্থার দাবি জানান উপস্থিত বক্তারা।

বাংলাদেশ সমাজতান্ত্রিক দল ও ট্রেড ইউনিয়ন কেন্দ্র পৃথকভাবে দিবসটি উপলক্ষে এ কর্মসূচি পালন করে।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, মে ০১, ২০২০
এমএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।