ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

’৭১ এ গণহত্যা: এবার তদন্ত শেরপুরে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১০
’৭১ এ গণহত্যা: এবার তদন্ত শেরপুরে

ঢাকা: ’৭১ এ সংঘটিত গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের তদন্ত করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল এবং প্রসিকিউসনের সদস্যরা মঙ্গলবার আবারও ঢাকার বাইরে যাচ্ছেন। এ দফায় শেরপুরে তারা তদন্ত করবেন শেরপুরে মুক্তিযুদ্ধকালীন হত্যাযজ্ঞ নিয়ে।



প্রসিকিউশন সূত্র বাংলানিউজকে জানিয়েছে, ৪ জন কর্মকর্তা ও ২ জন সহযোগী মঙ্গলবার শেরপুর যাবেন। সেখানে একটি বধ্যভূমির সন্ধান পাওয়া গেছে যেখানে ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার এবং তাদের দোসররা গণহত্যা চালিয়ে বাঙালিদের মাটি চাপা দিয়ে রাখতো।

১৪ সেপ্টেম্বর তদন্ত কাজ শেষ করে ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় তারা যাবেন ময়মনসিংহ শহরে। ১৬ তারিখ তাদের ঢাকার ফেরার কথা রয়েছে।

তদন্ত সংস্থা এবং প্রসিকিউসনের এটি ঢাকার বাইরে চতুর্থ সফর। এর আগে খুলনার চুকনগর, পিরোজপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় তারা তদন্ত করতে গিয়েছিলেন।  

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।