ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

বরিশালে ১৭ ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২০
বরিশালে ১৭ ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা বরিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ১৭ ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান ও মো. নাজমুল হুদার নেতৃত্বে নগরীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

এসময় স্বাভাবিক মূল্যের চেয়ে বাড়তি মূল্য রাখা ও সরকারের নির্দেশ অমান্য করে অপ্রয়োজনীয় দোকান খোলা রাখায় এবং নিরাপদ শারীরিক দূরত্বের নির্দেশনা পালন না করায় ১৩ ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ৫৮ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া নগরের জিলা স্কুল মোড়ে এক মোটরসাইকেলে তিনজন একসঙ্গে চলায় তুহিন নামে এক ব্যক্তিকে সরকারি আদেশ অমান্য করার দায়ে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী ১০০ টাকা জরিমানা করা হয়।

অপরদিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া ও সাফিয়া সুলতানা বরিশাল নগরের বিমানবন্দর থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেন।

এ অভিযানে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা সহায়তা করেন।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২০
এমএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।