ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ত্রাণ সামগ্রীর দাবিতে দিনাজপুরে সড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২০
ত্রাণ সামগ্রীর দাবিতে দিনাজপুরে সড়ক অবরোধ সড়কে ত্রাণ বঞ্চিতরা। ছবি: বাংলানিউজ

দিনাজপুর: দিনাজপুরে ত্রাণ সামগ্রীর দাবিতে সড়ক অবরোধ করেছেন ত্রাণ বঞ্চিতরা। বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টা থেকে দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা কাঞ্চন ব্রিজের কাছে এই সড়ক অবরোধ করা হয়।

দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সানিউল ফেরদৌস, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান, দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়।

আন্দোলনকারীরা দাবি করেন, জুলুমপাড়া ও সাধুরঘাট এলাকার কোনো পরিবার এখন পর্যন্ত ত্রাণ সহায়তা পায় নাই।

ওয়ার্ড কাউন্সিলরা নিজেদের আত্মীয়দের ত্রাণ সহায়তা দিয়েছে।

এদিকে প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে দুই ঘণ্টা পর দুপুর ১২টায় অবরোধ তুলে নেন।

বাংলাদেশ সময় ১২৫২ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ