ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সদরঘাটে ডুবে যাওয়া নৌকার নিখোঁজ যাত্রীকে উদ্ধার করা যায়নি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১০

ঢাকা: সদরঘাটে ডুবে যাওয়ায় নৌকার নিখোঁজ যাত্রী শাবনূর বেগমকে (৩৫) বুধবার রাতেও উদ্ধার করা যায়নি। বিকেল সাড়ে চারটার দিকে নৌকাটি ডুবে যায়।



সদরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক হেলাল উদ্দিন বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, এমভি ভোলা নামের একটি লঞ্চ প্রায় ১২ যাত্রী বোঝাই নৌকাকে ধাক্কা দেয়। এতে নৌকাটি ডুবে যায়। অন্যরা সাঁতরিয়ে পাড়ে উঠতে পারলেও ভোলার চরফ্যাশনের শাবনূর বেগম নিখোঁজ হয়।

দমকল বাহিনীর ডুবুরিরা সাড়ে তিন ঘণ্টা তল্লাশি চালিয়েও শাবনূরকে উদ্ধার করতে পারেনি।

বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।