ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মূল্য তালিকা না রাখায় কমলগঞ্জের ৩ দোকানিকে জরিমানা

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২০
মূল্য তালিকা না রাখায় কমলগঞ্জের ৩ দোকানিকে জরিমানা কমলগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান।  ছবি : বাংলানিউজ

মৌলভীবাজার: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় মূল্য তালিকা না রাখায় তিন দোকানিকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে কমলগঞ্জ থানার পুলিশের সহযোগিতায় উপজেলার বিভিন্ন হাটবাজার ও দোকান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মনিটরিং করার সময় এ জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন বাংলানিউজকে বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম অনৈতিকভাবে বাড়িয়ে বিক্রি করা, মূল্যতালিকা না রাখা, ওজনে কম দেওয়াসহ বিভিন্ন অনিয়মের দায়ে মসজিদ রোডে অবস্থিত ফারুক স্টোরকে ১ হাজার টাকা, আলিম স্টোরকে ২ হাজার টাকা, ভানুগাছ বাজারে অবস্থিত মনাফ মিয়ার মাংসের দোকানকে ১ হাজার টাকাসহ মোট ৪ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২০
বিবিবি/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।