ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

লক্ষ্মীপুরে করোনা উপসর্গ নিয়ে প্রবাসীর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২০
লক্ষ্মীপুরে করোনা উপসর্গ নিয়ে প্রবাসীর মৃত্যু

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে করোনা উপসর্গ নিয়ে এক ওমান প্রবাসীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই বাড়ির চার পরিবারকে লকডাউন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার বামনী ইউনিয়নের খায়েরহাট এলাকার নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. বাহারুল আলম বলেন, তিনি জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত ছিলেন।

এছাড়া তার পাও ফুলে যায়। গত ২৫ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে তাকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়। সকালে তিনি হোম কোয়ারেন্টিনে থেকে মারা যান। পরীক্ষার জন্য মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।

স্বজনরা জানান, ওই প্রবাসী বাড়ির নির্মাণ কাজের দেখবাল করতেন। ওই সময় একদিন একাধিকবার গোসল করার পর জ্বর, কাশি ও পা ফুলে যায়। চিকিৎসকরে পরামর্শে তিনি হোম কোয়ারেন্টিনে ছিলেন। সকালে তার মৃত্যু হয়। দুপুরে একটি সংস্থার উদ্যোগে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত (কর্মকর্তা) ওসি মো. তোতা মিয়া বলেন, করোনা উপসর্গ থাকায় মৃত ব্যক্তির বাড়ির চার পরিবারকে লকডাউন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২০
এসআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।