ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আশুগঞ্জে করোনার উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২০
আশুগঞ্জে করোনার উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু  

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। 

সোমবার  (২৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতাল থেকে তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

নমুনার ফলাফল পেলে তার করোনা ছিল কিনা জানা যাবে।  

তিনি উপজেলার লালপুর ইউনিয়নের চরলালপুর গ্রামের বাসিন্দা। পেশায় তিনি একজন রিকশাচালক ছিলেন।

ওই যুবকের চাচা জানান, তিনি বেশ কিছুদিন ধরে গলায় টনসিলের সমস্যায় ভুগছিলেন। এ সমস্যা নিয়ে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরে তার জ্বর ও কাশি দেখা দেয়। এমন অবস্থায় সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাহমুদ জানান, হাসপাতাল থেকে আল আমিনের মৃত্যুর বিষয়টি জানানো হলে পুলিশের উপস্থিতিতে তার দাফন সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যে তার বাড়ির আশপাশের সব বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।      

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।