ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পটুয়াখালীতে দুস্থ পরিবারের শিশুদের জন্য খাদ্য বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২০
পটুয়াখালীতে দুস্থ পরিবারের শিশুদের জন্য খাদ্য বিতরণ

পটুয়াখালী: পটুয়াখালী সদর উপজেলায় বিভিন্ন ইউনিয়নে দুস্থ পরিবারের শিশুদের জন্য সরকারের পক্ষ থেকে খাদ্য বিতরণ করা হয়েছে। 

সোমবার (২৭ এপ্রিল) সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লতিফা জান্নাতী এসব উপকরণ বিতরণ করেন।

এসময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়নের সচিবদের হাতে মোট ৬৪০ পরিবারের জন্য শিশু খাদ্য হস্তান্তর করা হয়।

   

করোনা ভাইরাসের কারণে কর্মহীন এবং অসহায় পরিবারের জন্য  সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। এর পাশাপাশি শিশুদের জন্যও ভিন্ন ভাবে সহায়তা করার উদ্যোগ নেয় সরকার।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।