ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ত্রাণের দাবিতে দিনাজপুরে মহাসড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২০
ত্রাণের দাবিতে দিনাজপুরে মহাসড়ক অবরোধ

দিনাজপুর: দিনাজপুরে ত্রাণের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন ত্রাণবঞ্চিতরা।

সোমবার (২৭ এপ্রিল) সকাল ৮টা থেকে দিনাজপুর সদর উপজেলার দিনাজপুর-রংপুর মহাসড়কের দরবারপুরে এ অবরোধ করেন তারা।  

দুপুর ১২টায় এ প্রতিবেদন লেখা পযর্ন্ত অবরোধ চলছিল।

দিনাজপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান ঘটনাস্থলে থেকে বিক্ষুব্ধদের শান্ত করার চেষ্টা করছেন।

বিক্ষুব্ধরা অভিযোগ করে বলেন, সদর উপজেলার ২ নম্বর সুন্দরবন ইউনিয়নের চেয়ারম্যান অশোক কুমার রায় নিজের আত্মীয়দের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন। অথচ আমরা না খেয়ে আছি। আমাদের এখন পযর্ন্ত ত্রাণ দেওয়া হচ্ছে না। আমাদের জীবন চলে গেলে যাক, কিন্তু আমরা ত্রাণ চাই।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।