ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

কুষ্টিয়ায় মা-মেয়ে করোনায় আক্রান্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২০
কুষ্টিয়ায় মা-মেয়ে করোনায় আক্রান্ত করোনা ভাইরাস

কুষ্টিয়া:  কুষ্টিয়া জেলায় একইসঙ্গে মা ও মেয়ে করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা জেলার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের মহদীপুর গ্রামের বাসিন্দা।

রোববার (২৬ এপ্রিল) রাতে কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নার্স হিসেবে কাজ করা মেয়ে কিছুদিন আগে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন।

২৪ এপ্রিল (শুক্রবার) মেয়ে ও মাসহ চারজনের নমুনা সংগ্রহ করে খুলনায় পাঠানো হয়। রোববার রাতে খুলনা থেকে পরীক্ষার ফলাফলে জানা যায়, মা ও মেয়ে করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত। অপর দু’জনের পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।

তিনি জানান, ওই বাড়িটি বর্তমানে লকডাউন করে পরিবারের সবাইকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

এর আগে রোববার বিকেলে জানানো হয় মিরপুর উপজেলায় একজন মহিলা চিকিৎসক এবং দৌলতপুর উপজেলায় আরও তিন জনের দেহে করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এই নিয়ে জেলায় মোট ১৩ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭৩০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।