ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হবিগঞ্জে আরও এক নির্বাহী ম্যাজিস্ট্রেট করোনায় আক্রান্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৪ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২০
হবিগঞ্জে আরও এক নির্বাহী ম্যাজিস্ট্রেট করোনায় আক্রান্ত করোনা ভাইরাস

হবিগঞ্জ: ২১ সরকারি কর্মকর্তা-কর্মচারীর পর এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন হবিগঞ্জ জেলার আরও একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

রোববার (২৬ এপ্রিল) দিনগত রাত বারোটায় বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন খন্দকার বাংলানিউজকে জানান, ২৩ এপ্রিল (বৃহস্পতিবার) তার নমুনা সংগ্রহ করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রোববার রাতে পরীক্ষায় তার নমুনায় করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত করা হয়।

ইউএনও আরও জানান, করোনা আক্রান্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট বর্তমানে জেলা শহরে তার নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। তার শারীরিক অবস্থার সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৪১৪ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ