ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গোবিন্দগঞ্জে মাটিচাপা পড়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২০
গোবিন্দগঞ্জে মাটিচাপা পড়ে শ্রমিকের মৃত্যু

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে সেফটি ট্যাংকের গর্ত খুড়তে গিয়ে মাটি ধ্বসে চাপা পড়ে ছামিরুল ইসলাম (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোরবার (২৬ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। এর আগে দুপুরে ওই উপজেলার কামদিয়া ইউনিয়নের আলীগ্রামে এ ঘটনা ঘটে।

 

ছামিরুল ইসলাম একই গ্রামের আব্দুস সামাদ মিয়ার ছেলে।  

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মতিয়ার রহমান বাংলানিউজকে জানান, ওই গ্রামের আব্দুল মান্নান মণ্ডলের বাড়িতে সকালে থেকে সেফটিক ট্যাংক তৈরির জন্য মাটি খুড়ে গর্ত করছিল ছামিরুলসহ একদল শ্রমিক।  দুপুর পর্যন্ত প্রায় ৩০ ফুট গর্ত খুড়তে সক্ষম হয় দলটি। এসময় বাড়িটির মালিকের অনুরোধে আরও বেশি পরিমাণ গর্ত খুড়তে গেলে মাটি ধ্বসে চাপা পড়ে ছামিরুল। খবর পেয়ে দীর্ঘ সময়ের প্রচেষ্টায় রাতে ছামিরুলের মরদেহ উদ্ধার করা হয়।  

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।