ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজাপুরে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২০
রাজাপুরে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে পরিত্যক্ত একটি গোয়ালঘর থেকে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় কল্পনা বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার শুক্তগড় ইউনিয়নের জগন্নাথপুর গ্রাম থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। কল্পনা একই এলাকার চায়ের দোকানি তৌহিদুল ইসলাম কিসমতের স্ত্রী।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেন।

নিহতের স্বজনদের বরাত দিয়ে তিনি জানান, শুক্রবার (২৪ এপ্রিল) রাতে বিড়ালে রান্না করা মাছ খেয়ে ফেলা নিয়ে স্বামীর সঙ্গে কথা কাটাকাটির পর রাগ করে ঘর থেকে বের হয়ে যান কল্পনার। পরে রাতে আশেপাশের সব জায়গায় তার খোঁজ করলেও তাকে পায়নি পরিবারের লোকজন। শনিবার সকালে বাড়ির পাশের পরিত্যক্ত একটি গোয়াল ঘরে আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় কল্পনার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২০
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।