ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেশি দামে আদা বিক্রির দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২০
বেশি দামে আদা বিক্রির দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

গাইবান্ধা: বেশি দামে আদা বিক্রি করার দায়ে গাইবান্ধা সদর উপজেলার পুরাতন বাজারের দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে অভিযান চালিয়ে এ জরিমানা করেন অধিদপ্তর গাইবান্ধা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুস ছালাম।

তিনি বাংলানিউজকে জানান, অতিরিক্ত দামে আদা বিক্রির দায়ে পুরাতন বাজারের হাবিব ভাণ্ডারকে ২০ হাজার ও ভাই ভাই বাণিজ্যালয়কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

বাজারে আদার কোনো সংকট নেই। তারপরও দাম বাড়িয়ে বিক্রি করছেন অসাধু কিছু ব্যবসায়ীরা। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানকালে সহযোগিতা করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব)-১৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা।  
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।