ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

মানিকগঞ্জে দুস্থদের পাশে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২০
মানিকগঞ্জে দুস্থদের পাশে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা

মানিকগঞ্জ: ব্যক্তিগত উদ্যোগে ৪শ দুস্থ ব্যক্তিকে খাদ্য সহায়তা ও ওষুধ দিলেন মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে শারীরিক দূরত্ব রক্ষা করে এক শতাধিক ব্যক্তির হাতে খাদ্যসামগ্রী ও ওষধ তুলে দেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. লুৎফর রহমান।

পরে তালিকা অনুযায়ী আরো তিন শতাধিক ব্যক্তিদের বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়।

প্রতিজন পেলেন ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার তেল ও সাধারণ রোগের কিছু ওষুধ।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. লুৎফর রহমান বাংলানিউজকে বলেন, করোনার কারণে কর্মহীন মানুষ খুবই কষ্টে দিন কাটাচ্ছেন। কর্মহীন এসব মানুষের কথা ভেবে কার্যালয়ের সব কর্মকর্তা-কর্মচারীদের অনুরোধ করি আর্থিক সহযোগিতা করতে। আর এ আহবানে সাড়া দিয়ে ৯২ জন কর্মকর্তা-কর্মচারীর সবাই কমবেশি সহযোগিতা করেছেন। তাদের সবার সহায়তায় পাওয়া ২ লাখ টাকা দিয়ে এই খাদ্যসামগ্রী ক্রয় করা হয়েছে। মানিকগঞ্জ সদর উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার ব্যক্তিদের এ খাদ্য সহায়তার আওতায় আনা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।