ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে বিভাগে আরও ৮ জনের করোনা পজিটিভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২০
সিলেটে বিভাগে আরও ৮ জনের করোনা পজিটিভ করোনা ভাইরাস

সিলেট: সিলেট বিভাগে নতুন করে আরও আটজনের করোনা ভাইরাস সংক্রমণ (কোভিড-১৯) শনাক্ত করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) নতুন এ রোগীদের শনাক্ত করা হয় জানান সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

তিনি জানান, এদিন পিসিআর ল্যাবে ১৩৬ জনের নমুনা পরীক্ষায় ৮ জনের করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত করা হয়।

আক্রান্তদের মধ্যে হবিগঞ্জের ৫ জন, মৌলভীবাজারের ২ জন এবং ১ জন সুনামগঞ্জের।  

এ নিয়ে বিভাগজুড়ে কোভিড-১৯ পজিটিভ রোগীর সংখ্যা বেড়ে হলো ৫৭ জন। এর মধ্যে সিলেটের ১২ জন, সুনামগঞ্জের ১৪, মৌলভীবাজারের ৫, এবং হবিগঞ্জের ২৬ জন। আক্রান্তদের মধ্যে সিলেটে পজিটিভ শনাক্ত হওয়া ডা. মঈন উদ্দিন ও মৌলভীবাজারের আরেক রোগীর মৃত্যু হয়েছে।

৭ এপ্রিল ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত ল্যাবে করোনা পরীক্ষা শুরুর পর থেকে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত ১ হাজার ৮৭২ জনের নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে ১ হাজার ৪৬২ জনের পরীক্ষা সম্পন্ন হয়।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২০
এনইউ/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।