ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বগুড়ায় ভ্রাম্যমাণ আদালতের সাড়ে ৬৪ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২০
বগুড়ায় ভ্রাম্যমাণ আদালতের সাড়ে ৬৪ হাজার টাকা জরিমানা বগুড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: বাংলানিউজ

বগুড়া: বগুড়ায় কাহালু উপজেলার শেখাহারে বিভিন্ন অনিয়মের পরিপ্রেক্ষিতে সাড়ে ৬৪ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে কাহালু উপজেলার শেখাহারে বগুড়া জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ টি এম কামরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এসময় শেখাহারের নাইম রিমন লাচ্ছা সেমাই কারখানা ও ভাই ভাই লাচ্ছা সেমাই কারখানাকে ভোক্তা অধিকার সংকরণ আইন-২০০৯ লঙ্ঘনের কারণে যথাক্রমে ৩০ হাজার টাকা ও ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউন অমান্য করায় তিন ব্যক্তিকে ১৫০০ টাকা ও শহরের নামাজগড় এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে অপর এক ব্যক্তিকে ৫ হাজরর টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২০
কেইউএ/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।