ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নোয়াখালীতে পৃথক বজ্রপাতের স্কুলছাত্রের মৃত্যু, আহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২০
নোয়াখালীতে পৃথক বজ্রপাতের স্কুলছাত্রের মৃত্যু, আহত ১

নোয়াখালী: নোয়াখালীর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নে বজ্রপাতে আবদুল অহিদ জিসান (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। একই সময় জেলার সূর্বণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে বজ্রপাতে আরমান হোসেন সাইফুল (১৫) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। 

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে বিনোদপুর ইউনিয়নে গ্রামে ও মোহাম্মদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে পৃথক এ বজ্রপাতের ঘটনা ঘটে।

বজ্রপাতে মারা যাওয়া জিসান জামালপুর গ্রামের আবদুল ওহাবের ছেলে ও স্থানীয় নলপুর জুনিয়র হাই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী এবং আহত সাইফুল ওই ওয়ার্ডের ছানাউল্লার ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ঝড়ো বৃষ্টির মধ্যে মাঠে গরু আনতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় স্কুলছাত্র জিসানের।

অপরদিকে, সুবর্ণচরে বসত ঘরের উঠানে বজ্রপাতে গুরুতর আহত হয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন সাইফুল।
  
বিনোদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন বাবুল ও সূর্বণচর উপজেলার চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।