ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সরকারি নির্দেশনা অমান্য করায় ১২ ট্রাক চালককে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২০
সরকারি নির্দেশনা অমান্য করায় ১২ ট্রাক চালককে জরিমানা

পঞ্চগড়: পঞ্চগড়ে চলমান লকডাউনে সরকারি নির্দেশনা অমান্য করে ট্রাকে বালি পরিবহনের দায়ে ১২ ট্রাক চালককে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মিরগড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) আমিনুল ইসলাম।  

এতথ্য নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, সরকারি নির্দেশনা অমান্য করে ওই ১২ ট্রাকের পরিবহন করা বালি জব্দ করে ধাক্কামরা ইউনিয়নের আরঙ্গজেবের কাছে জিম্মায় দেওয়া হয়েছে।

দেশের করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে নিলামের মাধ্যমে বালিগুলো বিক্রি করে সরকারি কোষাগারে টাকা জমা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।