ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজৈরে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২০
রাজৈরে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

মাদারীপুর: জমি নিয়ে বিরোধের জের ধরে মাদারীপুরের রাজৈরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) বেলা ১১ টার দিকে উপজেলার ইশিবপুর ইউনিয়নের দিঘীরপাড় মাঝকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমা সংক্রান্ত বিরোধের জের ধরে মাঝকান্দি গ্রামের সাবেক মেম্বার কামাল শেখ ও বাবুল হাওলাদারের সঙ্গে বাকবিতণ্ডা হয়।

একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

আহতদের মধ্যে গুরুতর আহত কামাল শেখ (৪০), হেলাল শেখ (৫০), সুজন খালাসী (৩০), হাছান শেখ (২৫), ইছাহাক হাওলাদার (৩২), হাফিজুর রহমান (৩৫) জুয়েল হাওলাদার (৩২), রানা শেখ (২৫) ও সৈয়াদালী শেখসহ ১০ জন রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।  

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শওকত জাহান বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।