ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

রংপুরে কাবিখার ২৭৯০ কেজি চালসহ ইউপি সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২০
রংপুরে কাবিখার ২৭৯০ কেজি চালসহ ইউপি সদস্য আটক কাবিখার উদ্ধার হওয়া চাল পুলিশের হেফাজতে নেওয়া হচ্ছে। ছবি: বাংলানিউজ

রংপুর: রংপুরের কাউনিয়ায় কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির ২ হাজার ৭৯০ কেজি চালসহ আশরাফুল আলম নামের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে আটক করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলার রাজেন্দ্র বাজার থেকে তাকে আটক করা হয়।

আটক আশরাফুল আলম উপজেলার বালাপাড়া ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের সদস্য।

কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম জানান, ইউপি সদস্য আশরাফুল আলম কাবিখার ওই চাল রাজেন্দ্র বাজারের পুস্প নামে এক ব্যক্তির গোডাউনে নিয়ে বস্তা পরিবর্তন করছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে হাতে নাতে আটক করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উলফৎ আরা বেগম জানান, আদালতের নির্দেশে উদ্ধার চালের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।