ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অল্প বৃষ্টিতেই জলমগ্ন নাসিকের সড়ক!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২০
অল্প বৃষ্টিতেই জলমগ্ন নাসিকের সড়ক! বৃষ্টিতে জলমগ্ন নারায়ণগঞ্জের সড়ক। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: অল্প বৃষ্টিতেই পানিতে তলিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) বিভিন্ন এলাকার সড়ক। বর্ষা মৌসুমের আগেই এমন অবস্থায় শঙ্কিত নাসিকের সাধারণ মানুষ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে বৃষ্টির পর পরই পানিতে তলিয়ে যায় নগরীর প্রধান প্রধান সড়ক ও অলিগলি। এমন অবস্থায় আসন্ন বর্ষায় ভারী বৃষ্টিপাতে পুরো নগরীর পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন অনেকেই।

করোনা ভাইরাস সংক্রমণের ভয়াবহতায় নগরীর এ অবস্থা মানুষের দুশ্চিন্তাকে আরও বাড়িয়ে দিচ্ছে।  

জামতলা এলাকার বাসিন্দা রহিম ব্যাপারী বাংলানিউজকে বলেন, বৃষ্টি হবার পর আমাদের এলাকা পানিতে তলিয়ে গেছে। এখানে সড়কগুলোতে জমে থাকা পানি সহজে নিষ্কাশিত হচ্ছে না। সামনেই বর্ষা মৌসুম আর তাই এ ব্যাপারে এখনি সিটি করপোরেশনের নজর দেওয়া প্রয়োজন।

একই বক্তব্য অন্য এলাকার বাসিন্দাদের। তারা জানান, যদি নাসিক এখনোই কোনো পদক্ষেপ না নেয়, তবে সামনে নগরবাসীদের হয়তো আরও কঠিন অবস্থায় পড়তে হবে।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।