ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আড়াইহাজারে বাজার মনিটরিং, বিক্রেতাদের সতর্ক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২০
আড়াইহাজারে বাজার মনিটরিং, বিক্রেতাদের সতর্ক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাজার মনিটরিং ও মানুষকে ঘরে রাখতে অভিযান অব্যাহত রেখেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জ্বল হোসেন।  
 
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মানুষকে সচেতন করতে মাইকিং করা হয়েছে।

যারা অপ্রয়োজনে বের হয়েছেন তাদের সাবধান করে ঘরে ফেরানো হয়েছে এবং বাজার মনিটরিং অব্যাহত রয়েছে যেন কেউ দ্রব্যমূল্যের বাড়তি মূল্য না রাখতে পারে। এছাড়া সবাইকে আহ্বান জানানো হয়েছে যেন ঘরেই অবস্থান করেন এবং কোনো জরুরি প্রয়োজন ব্যতীত বের না হয়। কেউ বিনা প্রয়োজনে ঘোরাঘুরি করলে তাকে আইনের মুখোমুখি হবে।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২০
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।